আল্লাহ তায়ারা বলেন, যারা আমার উপর ঈমান এনেছে এবং ভাল কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে যাকাত আদায় করেছে, তাদের কোন ভয় থাকবে না এবং তারা সেদিন চিন্তিতও হবে না। ( সূরা আল বাকারা আয়াত- ২৭৭)
নামাজ না পড়ার শাস্তি
১। বিষাক্ত, দুর্গন্ধময় খাবার ও উওপ্ত গরম পানীয় পরিবেশনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।
২। মাতায় উওপ্ত পানি প্রবাহিত করে শাস্তি দেওয়া হবে।
৩। অগ্নিনির্মিত সংকীর্ন অন্ধকার গৃহে রেখে শাস্তি দেওয়া হবে।
৪। মুখমন্ডলে অগ্নিশিখা প্রজ্জ্বলিত করে শাস্তি দেওযা হবে।
৫। গুর্জ ও হাতুরি দিয়ে আঘাতে শাস্তি দেওযা হবে।
৬। বিশাক্ত সাপ ও বিচ্ছুর দংশনের দ্বারা শাস্তি দেওযা হবে।
৭। দেহকে বিশাল আকৃতি করে শাস্তি দেওয়া হবে।
৮। আরো কতিপয় অজানা শাস্তি।
[ গুনাহ করার পর আল্লাহর কাছে তৌওবা করলে আল্লাহ্ গুনাহ ক্ষমা করে দেন। ]