হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর কোরআন অবতির্ন করছেন মানব জাতির হেদয়োতের জন্য।
১। আবু উমামা (রা) থেকে বর্নিত্ তিনি বলেন আল্লাহর রাসুল বলেছেন, তোমরা কোরআন পাঠ কর, নিশ্চয় তা কেয়ামতের ময়াদানে তার সাথীদের জন্যে সুপারিশ করতে উপস্তি হবে।( সহীহ মুসলিম, হাদীস ৮২৪)
২। হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন যে ব্যক্তি আর কুরআনের একটি হরফ পাঠ করে সে উহার বদলে একটি নেকী লাভ করে আর একটি নেকী দশটি নেকীর সমান। (মিশকাত- ২১৩৭)
৩। হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন প্রত্যেক মুসলমানের উপর ইনমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার সন্তানদের কেও ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ।
৪। আল্লাহ তায়ালা বলেন, আমি কুরআনে এমন বিষয় নাযিল করছি যা রোগের চিকিৎসা এবং মুমিনেদের জন্য রহমত ( সূরা বনী ইসরাইল-৮২)
৫। মুহাজ জুহানী (রা) বর্নিত তিনি বলেন যে, রাসুল (সাঃ) এরশাদ করেছেন যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার পিতামাতাকে নুরের টুপি (মুকুট) পরানো হবে । (আবু দাউদ-১৪৫২)
1 thought on “কোরআন তেলায়াতের উপকারিতা”
আলহামদুলিল্লাহ