গর্ব বা অহংকার একটি মস্তবড় অসৎ গুণ। সৃষ্টিকুলের মধ্যে কেহেই অহংকার করতে পারে না। গর্ব বা অহংকার পতনের মূল। কেউ অহংকার করে তার অনেক সম্পত্তি আছে এজন্য, কেউ অহংকার করে তার ভাল চাকুরীর জন্য আর কেউ অহংকার করে তার সন্দুর ও লাবণ্যময় চেহারার জন্য। এগুলো সবই আল্লাহর দান। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার।
وَ لَا تُصَعِّرۡ خَدَّکَ لِلنَّاسِ وَ لَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرٍ
অর্থ:- (লোকমান! তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন) অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে চরো না। নিশ্চয় আল্লাহ তা’য়ালা কোনো দাস্তিক অহংকারীকে ভালোবাসেন না। (৩১- সূরা লোকমান আয়াত -১৮)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করতে পাবে না। এক ব্যক্তি বলল, কেউ যদি তার লেবাস, পোশাক ও জুতো উত্তম হওয়া পছন্দ করে? (তাহলে সেটা কি অহংকার) রাসূল (সাঃ) জওয়াব দিলেন, অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হলো আল্লাহর গোলমী হতে বেপরোয়া হওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা । ( মুসলিম ১ম খন্ড অ: ঈমান, পৃ: ১৫২)