রাসুল (সাঃ) ইরশদ করেছেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। ইসলামে স্ত্রীর কাছে ভালো হওয়াকেই স্বামীর ভালো হওয়ার মাপকাঠি বলা হয়েছে। ইসলাম ধর্ম নারীকে অনেক মুল্যায়ন করা হয়েছে। স্ত্রীর সঙ্গে খুব উদারতাপূর্ণ ব্যবহার করা চাই। কারণ মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন পরিত্যাগ করে শুধু মহব্বত ও ভালাবাসার টানে আমার কাছে আসে। আমি যদি তার স্থলে হতাম, তবে আমি তার কাজ থেকে কেমন ব্যবহার আশা করতাম। স্ত্রী নিজের জন্মস্থান পিত্রালয় চেড়ে শুধু স্বামীর ভালাবাসায় তার সঙ্গে চলে আসে। এ জন্যই সে মানসিকভাবে দুর্বল থাকে। সুতারাং স্ত্রীর সঙ্গে মনভোলানে ভাল ব্যবহার করা উচিত ।
আমরা অনেকেই তার মোহরানা আদায় করছি না। যথাযথ ভরণ- পোষণ প্রতি খেয়াল করি না। স্ত্রীর হক আদায় করি না। মাঝে মধ্যে স্ত্রীকে কিছু কিছু টাকা-পয়সা দেওযা উচিত। যাতে সে মন খোলা ভাবে আত্মীয়-স্বজন বা গরিব মিসকিন কে দান করতে পারে।