মেসওকের উপকারিতা পাচঁ ওয়াক্ত নামাজে অযুর পূর্বে মিসওয়ক করার ফজিলত।
১। এক ওযাক্ত নামাজের পরিবর্তে ৭০ গুন সওয়াব বেশি হয়।
২। মৃত্যুর সময় কষ্ট হয় না, মৃত্যু স্বাভাবিক অবস্তায় হয়।
৩। মৃত্যুর সময় কালিমা নাসিব হয়।
৪। চেহারের মদ্যে নূর সৃষ্টি হয়।
৫। কবরে মধ্যে আযাব দেওয়া হয় না।
৬। দাত মজবুত থাকে।
৭। হজম শক্তি হয়।
৮। মুখে দুর্গন্ধ থাকে না।