আল্লাহ্ তায়ালা কোরআনে বলেন, তোমরা কখনও অন্যের স্ত্রী, অন্যের সম্পদ অপহরণ করিও না। যারা অন্যের সম্পদ অপহরন করে অর্থাৎ হারাম উপায়ে উপর্জ করে ঐ সম্পদ কবরের মধ্যে সাপ হয়ে কামরাবে। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, কিয়ামতের দিন মানুষের পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট এই পাচঁটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে।
১। নিজের জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছ।
২। যৌবনের শক্তি কোথায় অতিবাহিত করেছ।
৩। ধন-সম্পদ কোথা হতে উপর্জন করেছ।
৪। কোথায় তা ব্যয় করেছ।
৫। ইসলমের উপর কত টুকু জ্ঞান অর্জন করেছ এবং কত টুকু তা আমল করেছ।