আল কোরআন

কুরআন এমন একটি কিতাব যা রাসূল (সাঃ) এর ওপর অবতীর্ণ, যাকে মাসহাফসমুহে লিপিবদ্ধ করা হয়েছে এবং যা সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূল (সাঃ) থেকে বর্ণিত হয়েছে।

পবিত্র কুরআন হচ্ছে বিশ্ব পালনকর্তার পক্ষ হতে নাযিলকৃত মানবজাতির জন্য এক মহাপাথেয় যা ইহকারেরর শান্তি ও পরকারের মুক্তি নিশ্চত করের এবং মানুষকে সত্যের পথ প্রদর্শ করে। নবী কারীম (সাঃ) এর অনুপস্তিতিতে এ কুরআনই হলো মানবজাতির দিক-নির্দেশনার একমাত্র সম্বল। কেননা কুরআনই হল রাসূল (সাঃ) এর পবিত্র জীবনের বাস্তব প্রতিচ্ছবি।

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

অর্থ:- পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন।  (৯৬-সূরা আলাক্ব আয়ত-১)

وَقُرْآَنَ الْفَجْرِ إِنَّ قُرْآَنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا

অর্থ:- ফজরে কুরআন পাঠ কর। কেননা এ কুরআন পাঠ সাক্ষ্য হিসেবে গন্য হবে। ( ১৭ সূরা বনী ইসরাইল আয়ত-৭৮)

اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ الَّذِیۡنَ اِذَا ذُکِرَ اللّٰهُ وَجِلَتۡ قُلُوۡبُهُمۡ وَ اِذَا تُلِیَتۡ عَلَیۡهِمۡ اٰیٰتُهٗ زَادَتۡهُمۡ اِیۡمَانًا وَّ عَلٰی رَبِّهِمۡ یَتَوَکَّلُوۡنَ

অর্থ:- প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্বরণে কেঁপে ওঠে। আর আল্লাহর আয়ত যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা একমাত্র তাদের রবের উপরই ভরসা করে। (৮- সূরা আনফাল আয়ত-২)।

وَ نَزَّلۡنَا عَلَیۡکَ الۡکِتٰبَ تِبۡیَانًا لِّکُلِّ شَیۡءٍ وَّ هُدًی وَّ رَحۡمَۃً وَّ بُشۡرٰی لِلۡمُسۡلِمِیۡنَ

অর্থ:- আমরা তোমার ওপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। আর মুসলমানদের জন্যে হেদায়াত, রহমত এবং সুসংবাদ। (১৬- সূরা নাহল আয়ত-৮৯)।

وَ نُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ

অর্থ:- আমি কুরআনে এমন বিষয় নাযির করছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্যে রহমত (১৭ বনী ইসরাইল আয়ত-৮২)।

طٰهٰ .مَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡکَ الۡقُرۡاٰنَ لِتَشۡقٰۤی .اِلَّا تَذۡکِرَۃً لِّمَنۡ یَّخۡشٰی

অর্থ:- ত্বা-হা! আপনি হতভাগা হয়ে থাকবেন-এজন্যে আমি আপনার প্রতি কুরআন নাযিল করিনি; বরং এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে ( তাদের প্রতিপালককে)(২০-সূরা ত্বাহা আয়ত-১-৩)।

হযরত মোহাম্মদ (সাঃ) বরেছেন, যে ব্যক্তি সকালে বিকালে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ কঠিন মসিবতের সময় যে সময় কেও কাওকে চিনবেনা সে দিন ঐ ব্যক্তিকে জন্নাতে নেওযার জন্য কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবে ।

Learn Quran teacher
1
Hello
Learn Quran Teacher
Hello, Can I help you for
teaching the holy Quran