ইসলামের দৃষ্টিতে দান ও বদান্যতা

ইসলামের দৃষ্টিতে দান ও বদান্যতা

ইসলাম মানুষকে দান ও সদকার প্রতি উৎসাহ করেছেন। দান এর মাধ্যমে বালা মসিবত দুর করেন এবং জীবনের প্রত্যেকটি কাজে রহমত বরকত করেন। আল্রাহ্ তায়ারা ইনসাফ, বদান্যতা ও দান কারিদের প্রশংসা করেছেন। পবিত্র কোরানে এই মর্মে আল্লাহ্ তায়ালা ইরশাদ করেছেন, যারা আল্লাহর রাস্তায় নিজেরদের সম্পদ ব্যয় করে, তাদের কোন ভয় নেই এবং তারা দুশ্চিন্তাও করবে না। (সূরা বাকারা:- ২৬২)

পবিত্র কোরআনের কেবল এই একটি মাত্র আয়ত নয়, আরো অনেক আয়াত দান ও বদাল্যতার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে।

একজন খাটি মুসলমান হিসাবে আমাদের সবারই এ ব্যাপারে এগিয়ে আসা উচিত এবং বেশি থেকে বেশি পরিমানে দান ও সদকা করা উচিৎ আশে পাশে অভাবী, গরিব-দুঃখী মানুষকে নিজের সাধ্যমতো সাহায্য করা একজন মুসলমানের ইমানি ও নৈতিক দায়িত্ব। আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক করুন। আমীন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Learn Quran teacher
1
Hello
Learn Quran Teacher
Hello, Can I help you for
teaching the holy Quran