যে কারণে টাখনুর নিচে কাপড় পড়া নিষিদ্ব

মানুষ এখন ফ্যাশনপ্রেমী। নিজেকে ফুটিয়ে তুলার জন্য কত কিছুই না করে। তেমনই একটি প্যান্ট টাকনুর নিচে কাপড় করা যা শরিয়তে কঠিনভাবে নিষিদ্ধ। দুঃখের বিষয় হলো, বেশির ভাগ মানুষই এই কঠিন গুনাহে লিপ্ত। পার্থক্য হলো, কেউ গুনাহ জেনে লজ্জিত, কেউ জেনেও এটিকে পুরনো চিন্থা ধারা ভাবছেন, আবার কেউ জানেনেই  না।

আমাদের উচিত বয়সের ছেলেদের মদ্যে এ ধরনের অভ্যাস বেশি দেখা যায় । এ ব্যাপারে তাদেরকে সচেতন করা মা-বা, ভাই-বোন, সব আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরই দায়িত্ব্য।

আমাদের এই বিষয়টি সকলে জানা খুবই জরুরি, অনেকের প্রশ্ন জাগতে পারে, আমরা টাখনুর নিচে কাপড় পরলে ধর্মের কি অসুবিধা? তার সরল উত্তর হলো, অসুবিধা ধর্মের নয়, অসুবিধা আমাদের নিজেরদের।  কারণ দুনিয়াতেও টাকনুর নিচে কাপড় পরার অপকারিতা কম নয়।

পুরুষের পায়ের টাখনুতে থাকে টেস্টোস্টেরণ নামক যৌন হরমোন, যা সঠিকভাবে কাজ করার জন্য প্রাকৃতিক আলো-বাতাস প্রয়োজন। টাখুনুকে ঢেকে রাখলে টেস্টোস্টেরণ হরমোন শুকিয়ে যায়। যার প্রভাবে শরিরে অনেক সমস্য দেখা দেয়। শুক্রানু কমে যায়। ফলে সহজে বাচ্চা হয় না। এ সমস্যাটি আমাদের সমাজে মহামারি আকার ধারণ করছে। তাছাড়া টেস্টোস্টেরণের অভাব মস্তিষ্ক ঘোলাটে করে দেয়। এতে মনোযোগ নষ্ট হয়। স্মৃতিশক্তিও কমে আসে ধীরে ধীরে। রাসুল(সাঃ) প্রত্যেকটি সুন্নতের মধ্যে উপকারিতা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Learn Quran teacher
1
Hello
Learn Quran Teacher
Hello, Can I help you for
teaching the holy Quran